১৩ জন এপিবিএন পুলিশ সদস্য আহত হয়েছেন রাজধানীর বনানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের বহনকারী একটি পিকআপভ্যান উল্টে গিয়ে ।
আজ ভোর সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত এপিবিএন পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছয়জন হলেন-আশরাফুল, মামুন শেখ, লাজু, মনির হোসেন, সোহেল ও মোশারফ।
আহত এপিবিএন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, ভোরে উত্তরা থেকে একটি পিকআপভ্যানে করে আমরা ১৫ জন ধানমন্ডিতে সুধাসদনে ডিউটিতে যাচ্ছিলাম। আমাদের বহনকারী পিকআপভ্যানটি বনানী-১১ নম্বর রোডে ইলেকট্রিক্যাল ফুটওভার ব্রিজের সামনে এলে হঠাৎ একটি তিনচাকার ভ্যান চলন্ত গাড়িটির সামনে এসে পড়ে। এ সময় পিকআপভ্যানচালক ওই গাড়িটিকে বাঁচাতে গিয়েই আমাদের গাড়িটি উল্টে যায়। এতে সবাই কমবেশি আহত হন। ঢামেক হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন ও পুলিশ হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতালে (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, পুলিশ সদস্যদের মধ্যে কেউ গুরুতর আহত নেই। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ওই ভ্যানচালক দুলাল মিয়াও (৫৪) হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।