বুলবুল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে প্রবেশ করেছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় । সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে স্থলভাগে প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়টি। ঘূর্ণিঝড় বুলবুলের গতিপথে রয়েছে সুন্দরবনের বদ্বীপ অঞ্চল। ঝড়ে পশ্চিমবঙ্গের অনেক গাছপালা উপড়ে পড়েছে। বন্ধ রয়েছে কলকাতা বিমানবন্দরের কার্যক্রম। উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টি। ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায়। সেসব জায়গায় তৈরি রয়েছে দেশটির বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং প্রশাসনিক কর্তারা।
ভারতের আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো, প্রায় ঘন্টাখানেক সেখানে ধ্বংসলীলা চালাবে ‘সুপার সাইক্লোন’ বুলবুল। এরপর সেটি ধীরে ধীরে আরও স্থলভাবে প্রবেশ করবে। ঝড়ে এখন পর্যন্ত এক জনের মৃত্যুর খবর দিয়েছে পিটিআই। এদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, মধ্যরাতের দিকে স্থলভাগে উঠে আসবে সুপার স্ট্রম বুলবুল।