বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন পঞ্চগড়ের মাগুরমাড়িতে । শুক্রবার দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুইটার দিকে মাগুরমাড়ি চৌরাস্তার আমতলী এলাকায় একটি ইজিবাইক ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আশপাশের লোকজন দ্রুত ইজিবাইকে আটকেপড়া লোকজনের উদ্ধার করতে গেলেও তার আগেই মারা যান পাঁচজন। আহত হন ইজিবাইকের আরও দুইজন যাত্রী। হাসপাতালে নেওয়ার পর তারাও মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নিতে গেলে তাদের ওপর বিক্ষুব্ধ জনতা হামলা করেছে অভিযোগ পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশে ঢুকে ইজিবাইটি দুমড়ে মুচড়ে গেছে।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিবুল দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।