ঢাকা ১০ জুন : একের পর এক খ্যাতি ঝুলিতে পুরছেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমান উজ্জ্বল তিনি। আইপিএলের নবম আসরে তাঁর চোখ জুড়ানো পারফরম্যান্সে দেখল ক্রিকেটবিশ্ব। সে ঝলমলে নৈপুণ্যে মুগ্ধ হয়েছেন ক্রিকেটের রথী-মহারথীরাও। এবার মুস্তাফিজের অর্জনে যোগ হল আরেকটি প্রাপ্তি।
ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজারের সেরা বিশ্ব একাদশে স্থান করে নিয়েছেন মুস্তাফিজ। একাদশে মুস্তাফিজের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এবি ডি ভিলিয়ার্সের মতো তারকারা।
এদিকে বোলার হিসেবে রয়েছেন আন্দ্রে রাসেল, বেন কাটিং, ক্রিস মরিস ও সুনীল নারিন। ১৬ ম্যাচে ১৭ উইকেট শিকার করে সেরা উদীয়মান ক্রিকেটারের তকমাটা হাতে ওঠে মুস্তাফিজের।
বিশ্ব একাদশ: ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, স্টিভ স্মিথ, ডোয়াইন স্মিথ, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, বেন কাটিং, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, সুনীল নারিন।