ঢাকা ১১ জুন : পরিণীতি প্রথমবারের মত দক্ষিণী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন । প্রখ্যাত নির্মাতা এআর মুরুগাদুসের নির্মাণে আসছে জুলাই থেকেই নাকি শুরু হবে সিনেমার শুটিং। আর প্রথমবারের মত দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন পরিণীতি!
দীর্ঘদিন ধরে সিনেমায় সুযোগ পাচ্ছেন না পরিণীতি চোপড়া। সর্বশেষ ২০১৪ সালে ‘কিলদিল’ নামের একটি সিনেমায় দেখা গিয়েছিল তাকে।
নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে অনেক আগেই জায়গা করে নিয়েছেন পরিণীতি চোপড়া। এবার তামিল ছবিতে অভিষেক হতে যাচ্ছে তার। এতে সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে।
নাম না জানা ছবিটি পরিচালনা করবেন এ আর মুরুগাদোস। এতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে বলিউডের এই অভিনেত্রী পাবেন তিন কোটি ৫০ লাখ রুপি। তেলেগু এবং তামিল দুটি সংস্করণে তৈরি হবে নতুন ছবিটি। হিন্দি ভাষাতে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।