দুর্নীতি দমন কমিশন (দুদক) অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে তলব করেছে। মঙ্গলবার সংস্থাটির তরফে পাঠানো এক চিঠিতে তাকে তলব করা হয়। দুদক সূত্র জানায়, বিডিনিউজের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন এবং অবৈধ কার্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসামাঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদীর নিজের এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হিসাবে ‘বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন’ এবং বিভিন্ন ‘অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ’ অর্জনের অভিযোগে তার বক্তব্য জানা প্রয়োজন।
ওই চিঠিতে তৌফিক ইমরোজ খালিদীকে আগামী ১১ই নভেম্বর আনীত অভিযোগের বিষয়ে দুদকে এসে বক্তব্য দিতে অনুরোধ জানানো হয়।
ওদিকে বিডিনিউজে প্রকাশিত এক বিবৃতিতে তৌফিক ইমরোজ খালিদী বলেন, কোনো অনিয়ম, দুর্নীতি বা বেআইনি কর্মকাণ্ডে আমি কখনও জড়িত ছিলাম না। ‘জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ’ কোনো সম্পদ আমার নেই। তিনি বলেন, প্রতিবছর তিনি নিয়মিতভাবে এবং স্বচ্ছতার সঙ্গে আয়কর বিবরণী জমা দিয়ে আসছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যে সংবাদকর্মীদের আয়কর ওয়েজবোর্ডের নিয়ম অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে দেয়রা কথা, তাও যথাযথভাবে নিয়মিত পরিশোধ করা হয়েছে।
সম্প্রতি একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে কিছু শেয়ার বিক্রির পর কোম্পানিতে আমার মালিকানা এখন ৮ শতাংশের সামান্য বেশি।