এক কলেজছাত্রী নিহত হয়েছেন মেয়র হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল ঢালে যাত্রীবাহী বাস চাপায় মনিষা বর্মন অথৈ (২০) নামে । এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু গালিব (২৩)। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক অথৈকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু রাব্বি সাংবাদিকদের জানান, মনিষা ও গালিবের বাসা গেন্ডারিয়া। ঢাকা মহানগর মহিলা কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন অথৈ। আর গালিব কবি নজরুল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন কয়েকবছর আগে। সন্ধ্যায় তারা দু’জন মোটরসাইকেলে করে চাঁনখারপুল দিয়ে ফ্লাইওভারে উঠছিলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |