ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে ডাকসুর জিএস পদ থেকে অপসারণ ও ঢাবিতে অবৈধভাবে এমফিলে ভর্তির সব কার্যক্রম বাতিল চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার ডাক ও রেজিস্ট্রিযোগে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ও ডাকসুর জিএস প্রার্থী রাশেদ খানের পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম।এছাড়া, নোটিশে তার এমফিলে অবৈধভাবে ভর্তি কার্যক্রমের সঙ্গে কারা জড়িত, তাদের বিষয়ে অনুসন্ধানের জন্য বলা হয়েছে। আইনজীবী হাসনাত কাইয়ুম নোটিশে উল্লেখ করেন, আগামী ৭ দিনের মধ্যে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল ও জিএস পদ থেকে অপসারণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় দেয়া হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা রাশেদ খান বলেন, ডাকসুর জিএস গোলাম রাব্বানী নিয়মবহির্ভূতভাবে অপরাধবিজ্ঞান বিভাগে এমফিলে ভর্তি হয়েছেন, যা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়মের পরিপন্থী। রাব্বানীর ভর্তি নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি দৈনিক প্রতিবেদন প্রকাশ করেছিল। রাব্বানীর ভর্তি পরীক্ষার বিষয় বিভাগীয় চেয়ারম্যান ও উপাচার্য ছাড়া কেউই জানেন না। ভর্তি নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম ম্যাম কিছুই জানেন না বলে জানিয়েছেন। এতে প্রমাণিত হয়, ডাকসুর জিএস অবৈধ পন্থা অবলম্বন করে ছাত্রত্ব নিয়েছেন।