দুদক ক্যাসিনো কাণ্ডের হোতা ও শুদ্ধি অভিযানে প্রথম গ্রেপ্তার হওয়া বহিস্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার বিকাল ৩টার দিকে তাকে সংস্থাটির কার্যালয়ে আনা হয়।
সাত দিনব্যাপী জিজ্ঞাসাবাদের প্রথম দিন আজ দুদকের দায়ের করা মামলার বাদী দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করছে।
দুদকের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জিজ্ঞাসাবাদে খালেদের থেকে ক্যাসিনো কাণ্ডে জড়িত অন্যান্য ব্যক্তিবর্গের সম্পর্কে জানতে চাওয়া হবে। এসব ক্ষেত্রে কারা পৃষ্ঠপোষকতা করেছে সে তথ্য জানতেও জিজ্ঞাসাবাদ করা হবে খালেদকে।
উল্লেখ্য, ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ এনে খালেদের বিরুদ্ধে গত ২১শে অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে দুদক।