চট্টগ্রাম ১০ জুন: প্রথম দিনে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৩৫ জনকে আটক করা হয়েছে । জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানের এসময় উদ্ধার করা হয়েছে, ইয়াবা, গাঁজা ও মদ।
জেলা পুলিশের এডিশনাল এসপি রেজাউল মাসুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানের প্রথম দিনে রাতভর জেলার ১৪ থানায় একযোগে বিশেষ অভিযান চলেছে।
অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন, বিভিন্ন মামলায় ৫ জন, ওয়ারেন্টভূক্ত ১২৭, জামায়াতের ১ জনসহ মোট ১৩৫ জনকে আটক করা হয়েছে।
তাদের মধ্যে বাঁখালিতে এক জামায়াত কর্মীকে। এছাড়া বাঁখালিতে এক হাজার ইয়াবাসহ অন্যান্য উপজেলা থেকে বিভিন্ন গাঁজা ও দেশীয় তৈরী মদ উদ্ধার করা হয়। এ সংক্রান্ত স্ব স্ব থানায় মামলা হয়েছে।