ভক্তরা অশান্ত হয়ে উঠে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার শাস্তি আসার পর থেকে। সাকিবের গ্রামের বাড়ি মাগুরা সহ সারাদেশে মানববন্ধন করে তারা। সাকিবের শাস্তি কমাতে শেরেবাংলা স্টেডিয়ামের সামনেও বিক্ষোভ-মিছিল হয়েছে। অনেকে মনে করছে এই শাস্তির পেছনে বিসিবির যোগসাজোশ আছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তো নানারকম প্রচারণা চলছেই। এসবকিছু নিয়ে নিজের বিবৃতি জানালেন সাকিব। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে সাকিব জানান, ‘ভক্ত ও শুভাকাঙ্খীদের বলছি, আমার এবং আমার পরিবারের খুব কঠিন সময়ে আপনাদের নিঃশর্ত সমর্থন ও স্নেহ আমাকে ছুঁয়ে গেছে। দেশের প্রতিনিধিত্ব করার মাহাত্ম্য গত কয়েক দিনে আমি অন্য যেকোনো সময়ের চেয়ে আরও ভালোভাবে বুঝতে পেরেছি।
আমি শাস্তি পাওয়ায় যেসব ভক্ত ব্যথিত হয়েছেন তাদের শান্ত ও ধৈর্যশীল থাকার অনুরোধ করছি।এটা পরিষ্কার করে বলতে চাই, আইসিসি দুর্নীতি দমন ইউনিটের তদন্ত প্রক্রিয়া ছিল গোপনীয়। শাস্তি পাওয়ার কিছুদিন আগে আমি বলার পরই তারা জানতে পেরেছে। এরপর থেকে বিসিবি আমার প্রতি সর্বোচ্চ সাহায্যশীল ছিল এবং আমি সে জন্য কৃতজ্ঞ। লোকে কেন আমাকে সাহায্য করতে চায় তা বুঝতে পারছি। এটার প্রশংসাও করছি। যদিও এটা একটি প্রক্রিয়া এবং আমি শাস্তি মেনে নিয়েছি। আমার কাছে এটাই সঠিক বলে মনে হয়েছে। আমার সম্পূর্ণ মনোযোগ এখন ক্রিকেট মাঠে ফিরে ২০২০ সালে আবারও বাংলাদেশের হয়ে খেলা। তার আগ পর্যন্ত আমাকে আপনাদের হৃদয়ে রাখবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ।’