train-300x200

চট্টগ্রাম ১০ জুন : ট্রেনের ধাক্কায় মমার্ন্তিক মৃত্যু হয়েছে চট্টগ্রাম রাউজানের ছেলে খুলনায়। জানা যায়, ১০ জুন শুক্রবার সকাল ৯ টায় খুলনার দৌলতপুর রেলক্রসিংয়ের পাশ দিয়ে কমর্স্থলে যাওয়ার পথে খুলনা হয়ে ঢাকাগামী সুচিতা এক্সপ্রেসের ধাক্কায় নিহত হয় মো: রায়হান আলম (২৪)। গত ৬ মাস আগে গ্রামের নিজ টেইলার্স ব্যবসা বন্ধ করে একটু সুখের আশায় পাড়ি জমায় খুলনার দৌলতপুরের একটি বোরকার দোকানে কাজ নেয়। নিহত রায়হান রাউজানের নদিমপুর গ্রামের মৌলানা তোফায়েল আহমদ শাহ বাড়ির মরহুম শাহা আলম এর ছোট ছেলে । নিহতের মেজভাই রাজন বলেন, শুক্রবার সকালে কমর্স্থলে যাওয়ার সময় ট্রেন ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাত পায়ে মৃত্যু হয়। শুক্রবার রাত ৮টায় নিজ জন্মস্থানে আনা হবে। পরে রাতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান। খুলনা জিআরপি থানার এসআই জানান, দৌলতপুর রেলক্রসিংস্থ বোরকার দোকানে যাওয়ার সময় খুলনা ষ্টেশন থেকে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতব্যর্রত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031