বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৬৯ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে । আটককৃতরা হচ্ছেন সাদিপুর গ্রামের মৃত হাসমত উল্লাহ চৌধুরীর ছেলে আব্দুল মমিন (৬০) ও বেনাপোল পোড়াবাড়ি নারায়নপুর গ্রামের আকবর আলির ছেলে নুরুল ইসলাম (৩২)।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক ফারুক হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক জানতে পারেন একজন স্বর্ণ পাচারকারি বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে বেনাপোল এলঅকার সাদিপুর বেলতলা মোড়ের দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা উক্ত স্থানে অভিযান চালিয়ে টিফিন কেয়ারের বাটির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯ পিস স্বর্ণের বারসহ আব্দুল মমিন নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করে। আটককৃত স্বর্ণ বারের ওজন ৩ কেজি ৮’শ ৫০ । এছাড়াও প্রায় একই সময়ে বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্টে একটি লোকাল বাসে তল্লাসি করে ২০ পিচ স্বর্ণের বার যার ওজন ২ কেজি ৩শ ৩৫ গ্রামসহ নুরুল ইসলাম নামে আরও এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। আটককৃত মোট ৬৯ পিচ স্বর্ণ বারের ওজন ৬ কেজি ১শ ৮৫ গ্র্রাম। যার আনুমানিক মূল্য ২ কোটি ৭২ লাখ ১৪ হাজার টাকা। আটককৃতদের স্বর্ণ পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।