মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহানের বাবা মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন। সমপ্রতি লোহান ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) মধ্যে প্রেমের সমপর্ক থাকার গুঞ্জন উঠেছে। বেশ কয়েকটি ট্যাবলয়েড পত্রিকায় এমন খবর প্রকাশ পাওয়ার পর গুঞ্জনটির বিরুদ্ধে মুখ খুলেছেন লোহানের বাবা ও মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব মাইকেল লোহান। তিনি বলেছেন, সৌদি যুবরাজ্যের সঙ্গে লোহানের সমপর্ক শ্রদ্ধার। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তাদের মধ্যে প্রেমের সমপর্ক নেই। এ খবর দিয়েছে দ্য ইনডিপেনডেন্ট। খবরে বলা হয়, ‘মিন গার্লস’খ্যাত লোহানের সঙ্গে এমবিএসের সমপর্ক নিয়ে গুঞ্জন চলছে বহুদিন ধরেই।

একাধিক ম্যাগাজিন ও ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লোহানকে প্রচুর উপহার দিয়েছেন সৌদি যুবরাজ। এমন কী একটি ক্রেডিট কার্ডও দিয়েছেন। লোহান অবশ্য ক্রেডিট কার্ড নেয়ার দাবি অস্বীকার করেছেন। গত আগস্টে পেইজ সিক্স ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমবিএসের সঙ্গে প্রেমের সমপর্ক থাকার কথা অস্বীকার করেন। আরো বলেন, তাদের মধ্যে কোনো ক্রেডিট কার্ড আদান-প্রদান হয়নি।
সমপ্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মাইকেল লোহান জানান, সৌদি ক্রাউন প্রিন্স ও লিন্ডসে লোহান কেবলই বন্ধু। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে লিন্ডসের বেশ কয়েকজন প্রভাবশালী বন্ধু রয়েছে। সেখানে সে অনেক জনপ্রিয়। কাজের খাতিরেই এমবিএসের সঙ্গে পরিচয় হয় তার। লিন্ডসে সেখানকার জনগণকে, বিশেষ করে শরণার্থীদের সাহায্য করতে কাজ করছে।
লিন্ডসে লোহানের বাবা আরো বলেন, কেউ লিন্ডসে সিরিয়ায় যে ভালো কাজগুলো করেছে সেগুলো নিয়ে লেখে না। তারা কেবল খারাপ খবরগুলো শুনতে চায়। এমবিএসের সঙ্গে তার সমপর্ক ‘প্লাটুনিক’ (ঘনিষ্ঠ কিন্তু শারীরিক নয়) ও শ্রদ্ধাবোধের সমপর্ক।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031