দিনাজপুরে একদিনে পুলিশের তিন কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে। বদলিকৃতরা হলেন, দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার এবং কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেদওয়ানুর। একসঙ্গে তিন পুলিশ কর্মকর্তার বদলির বিষয়টি নিয়ে সর্বত্রই আলোচনা আর গুঞ্জন চলছে।

অনেকে বলছেন, সরকারের শুদ্ধি অভিযান সফল করতে প্রস্তুতির প্রথম ধাপ এই তিন পুলিশ কর্মকর্তার বদলি। দীর্ঘদিন ধরে তারা দিনাজপুরে অবস্থান করায় সরকারের শুদ্ধি অভিযান ব্যহত হওয়ার আশঙ্কায় এই বদলি করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন, শুধু ওসি’র স্ট্যান্ড রিলিজ হলেও এসপি এবং এএসপি’র বদলির বিষয়টি নিয়মিত তালিকায় করা হয়েছে।

সংুশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমকে ঢাকার সিআইডি অফিসে বদলি করা হয়েছে। তার স্থানে দিনাজপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন ঢাকা  মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারকে ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশে এবং কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিমকে পার্বত্য চট্টগ্রামে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031