মঙ্গলবার সাকিব আল হাসানকে ২ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পুঙ্খানুপুঙ্খ তদন্তশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) । তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালের শেষের দিক থেকে শুরু করে তার সঙ্গে একাধিকবার দুর্নীতির জন্য যোগাযোগ করা হলেও তিনি তা আইসিসি- কে অবহিত করেননি। আইসিসি’র দুর্নীতি-বিরোধী ইউনিট (এসিইউ) সম্ভাব্য দুর্নীতি ও এতে দীপক আগারওয়াল নামে এক ব্যক্তির জড়িত থাকার সন্দেহে চলমান তদন্তের অংশ হিসেবে একাধিকবার বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডারের দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে। প্রথমবার এই সাক্ষাৎকার নেওয়া হয় এ বছরের ২৩শে জানুয়ারি। এরপর দ্বিতীয়বার এ বছরের ২৭শে এপ্রিল। এসব সাক্ষাৎকার হতে আইসিসি যা জানতে পেরেছে ও নিশ্চিত হতে পেরেছে, তা নিম্নরুপ :
– ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে, সাকিব জানতেন যে, তারই পরিচিত এক ব্যক্তি তার টেলিফোন নম্বর আগারওয়ালকে দিয়েছেন। আগারওয়াল ওই ব্যক্তিকে আগেই বলেছিলেন, বিপিএল-এর খেলোয়াড়দের নম্বর দেওয়ার জন্য।
– ২০১৭ সালের নভেম্বরে, আগারওয়ালের পিড়াপীড়িতে সাকিব হোয়্যাটসঅ্যাপে তার সঙ্গে কিছু বার্তা আদানপ্রদান করেন। তখন আগারওয়াল সাকিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।