চট্টগ্রাম :সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআই নিহত হয়েছে চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় বুধবার রাত সাড়ে বারোটায় ।
নিহত এএসআই এর নাম রুপম চন্দ্র নাথ(৩২)। সে ইপিজেড থানায় কর্মরত ছিলো, তার গ্রামের বাড়ী চট্টগ্রামে সীতাকূন্ডে।
রাত সাড়ে বারোটার সময় দায়িত্ব পালন কালে বন্দরটিলা এলাকায় মোটর সাইকেল আরোহী রুপমকে পেছন থেকে একটি দ্রুতগামী মাইক্রেবাস ধাক্কা দেয় বলে জানান ইপিজেড থানার ওসি তদন্ত জাবেদ মাহমুদ।
তিনি আরো জানান, বিমান বন্দর থেকে অাসার সময় মাইক্রোবাসটি পেছন থেকে ওভারটেক করার সময় রুপমের মোটর সাইকেলকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে, এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
মাইক্রোবাসটি( চট্টমেট্রো- ১৩-২০৮০)টি আটক করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানান তিনি।