দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদের অভিযোগে যুবলীগের বহিস্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ও তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । আজ সকাল ১১টায় দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদি হয়ে পৃথক এ মামলা দায়ের করেন। সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলা দু’টি করা হয়েছে।
দুদক সূত্র জানায়, আনিসুর রহমান আনিসের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার স্ত্রী সুমি রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ১ কোটি ৩১ লাখ টাকা।
চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে মধ্যে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক। এ অভিযোগে ইতিপূর্বে ৪৩ জনের তালিকা করে দুদক। বর্তমানে দুদকের এ তালিকায় রয়েছেন ১০০ জন।