হিন্দু  চট্টগ্রাম :  হিন্দু সম্প্রদায়ের সারাদেশ ব্যাপী পুরোহিত ও সেবক হত্যা,  হিন্দু সম্প্রদায়ের মঠ,মন্দিরের সম্পত্তি অবৈধ ও জোরপূর্বক দখল এবং ইউপি নির্বাচন পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা ।

শুক্রবার(১০ জুন) সকালে নগরীর মোমিন রোড চেরাগী পাহাড় চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সভাপতি এডভোকেট যীশু কৃষ রক্ষিৎ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ দত্তের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রিয় কমিটির মূখপাত্র পলাশ কান্তি দে।

পলাশ কান্তি দে বলেন, সারাদেশ ব্যাপী লাগাতার হিন্দু সম্প্রদায়ের মঠ,মন্দিরের সম্পত্তি অবৈধ ও জোরপূর্বক দখল এবং ইউপি নির্বাচন পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার হচ্ছে , বিশ্বের কোন দেশ হত্যার মাধ্যমে দেশে শান্তি আনতে পারে না।

তিনি আরো বলেন, আজকেও পাবনার জেলার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সেবাশ্রমের সেবাকর্মী নিত্যানন্দ পান্ডেকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সে মন্দিরের কাজ শেষ করে রাস্তায় হাটার সময় বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

তিনি  সকল সনাতন ধর্মাবলম্বীদের এক হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকা দক্ষিণ জেলার সভাপতি সমির সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার প্রধান সমন্নয়কারী জহরলাল চক্রবর্তী,বাবু অমরেন্দ্র মল্লিক।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031