ঢাকা ১০ জুন : প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে বেশ কিছুদিন ধরেই মন কষাকষি চলছে আলিয়ার।মোহিত সুরির নতুন সিনেমা ‘আশিকি থ্রি’ নায়ক হিসেবে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর তার বিপরীতে আলিয়া ভাটকে প্রস্তাব করা হচ্ছে। কিন্তু তিনি এখনও সায় দিচ্ছেন না। কেননা, শোনা যাচ্ছে, সেজন্য আশিকি থ্রিতে তার অভিনয়ে আপত্তি।
সম্প্রতি আলিয়াকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তাঁর উত্তর, ‘এটা সত্যি যে, সিদ্ধার্থ এবং আমার দু’জনেরই এই ছবির নিয়ে আগ্রহ রয়েছে। কিন্তু আমি আদৌ ‘আশিকি থ্রি’র অংশ কি না, সেটা এখনই বলতে পারব না। এখনও ছবিতে সই করিনি।’