চট্টগ্রাম ৮ জুন : এক নারীর খণ্ড-বিখন্ড লাশ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লার ডিপো থেকে অজ্ঞাতনামা। বুধবার দুপুর দুইটার দিকে সিটি করপোরেশনের কর্মচারীরা ময়লা অপসারণের সময় পাঁচ ভাগে খন্ডিত লাশটি দেখতে পায়। পরে পুলিশ এসে লাশের পাঁচটি টুকরো উদ্ধার করে।
বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, সারা শহরের ময়লা-আবর্জনা জমা করে আনন্দবাজার ময়লার ডিপোতে ফেলা হয়। দুপুর ২টার দিকে স্থানীয়রা এ ডিপোতে একটি খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে আামদের খবর আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা নারীর পাঁচটি টুকরোতে বিভক্ত মরদেহ উদ্ধার করা হয়। বিভক্ত মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ওসি সেলিম আরো জানান, অজ্ঞাতনামা নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হবে। লাশের শরীরে কোনো ধরনের কাপড় ছিলোনা। লাশের মাথা, বুক, এক পা, এক হাত ও একটি পায়ের পাতা উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ধারনা করা হচ্ছে আজ থেকে ৫-৭ দিন আগে কেউ লাশটি ভাগাড়ে ফেলে গেছে। লাশে পচন ধরেছে।’