বাসের ধাক্কায় আব্দুর রহিম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় । দুর্ঘটনার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (নোবিপ্রবি) বাসটি আটক করেছে পুলিশ ।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া এলাকার ইকরা মডেল মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের শুক্লামদ্ধি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি বাইসাইকেল নিয়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন আব্দুর রহিম। বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় পৌঁছলে শিক্ষার্থী নিয়ে ছেড়ে আসা নোবিপ্রবির একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং গাড়িটি আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।