সিএনজিচালিত অটোরিকশা চাপায় আবু তাহের (৪০) এক পথচারী নিহত হয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ।
সোমবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু তাহেরের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় রব্বানিয়া মাদরাসার সামনে রাস্তার পার হচ্ছিলেন আবু তাহের। এসময় একটি দ্রুত গতির সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সড়কে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয় তাহের। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।