৮ জুন : এই নিয়ে এখন পর্যন্ত সব মিলে ১১ কোটি ৬১ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।৭ জুন পর্যন্ত নতুন করে আরও ৩৯ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সব অপারেটর মিলে গ্রাহকের হাতে থাকা প্রায় ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে ৩১ মে রাত ১২টা পর্যন্ত ১১ কোটি ২১ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে বলে সম্প্রতি এক বৈঠকে তারানা হালিম জানালেও বিটিআরসি বলছে, ৩১ মে রাত ১২টা পর্যন্ত ১০ কোটি ৮১ লাখ ৮ হাজার ১৩৮টি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।
একজন গ্রাহকের নামে কতটি সিম নিবন্ধিত হয়েছে এমন প্রশ্নের উত্তরে বিটিআরসি`র চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ জাগো নিউজকে বলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হবে একজন গ্রাহকের নামে কতটি সিম নিবন্ধিত হয়েছে। একই সঙ্গে ভিওআইপি’র অবৈধ কার্যক্রম আগের তুলনায় কতখানি কমেছে তা জানা যাবে।