সড়ক দুর্ঘটনায় রাজিব মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন টাঙ্গাইলের নাগরপুরে । এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন।
সোমবার দুপুরে উপজেলার কেদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাগরপুর থানার এসআই মোহাম্মদ মামুন মৃধা এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত রাজিব মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাহেবপাড়া গ্রামের সাধন মিয়ার ছেলে।
এসআই মোহাম্মদ মামুন মৃধা জানান, সোমবার পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার তিন বন্ধু মিলে নাগরপুরের মোটরসাইকেলযোগে বেড়াতে আসে। পরে তারা নাগরপুরের কেদারপুর শেখ হাসিনা সেতু দেখতে রওনা দেয়। বেপরোয়া গতির মোটরসাইকেলটি সেতুর পশ্চিম পাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেলের চালক রাজিব ঘটনাস্থলেই নিহত হয়। অপর দুজন গুরুতর আহত হয়।