পুলিশ কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর লিডার একাধিক মামলার আসামি রুপকসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে । সোমবার বিকালে শহরের মুসলিমের মোড়ে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রুপকের তিন সহযোগী আফজাল, অন্তর ও অজয়।
পুলিশ বলছে, যখন রুপককে ধরার জন্য তাদের বাড়িতে যাই, তখন রুপক ও তার পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় ভৈরব থানার এসআই মতিউজ্জামান, এসআই হুমাযয়ুন কবির ও কনস্টেবল খাদিজা আক্তার আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ভৈরব থানার এসআই মতিউজ্জামান জানান, আটকের পর আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।