113100PM-700x336

ঢাকা ৮ জুন : ‌দেশে যারা গুপ্তহত্যাকাণ্ড ঘটাচ্ছে তারা এবং তাদের প্রভুরা কেউ রেহাই পাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। বাংলার মাটিতে তাদের বিচার হবেই। আজ বুধবার সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে রোয়ানুতে মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি এবং কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা দুর্যোগ মোকাবিলায় এমন পদক্ষেপ নিতে চাই যাতে একজন মানুষও মৃত্যুবরণ না করে।   দুর্যোগ হতে জনগণের জানমাল রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (আইভিআর) পদ্ধতিতে দুর্যোগ বার্তা মোবাইলফোনে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। যেকোনো মোবাইল ফোন হতে ১০৯৪১ এবং টেলিটক থেকে টোল-ফ্রি ১০৯০ নম্বরে ডায়াল করে ১ ডায়াল করলে সমুদ্রগামী জেলেরা আবহাওয়া বার্তা, ৪ ডায়াল করলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেতসহ বিভিন্ন সংকেত জানতে পারবেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031