ঢাকা ৮ জুন :এনজিও কর্মকর্তা চুয়াডাঙ্গায় ছিনতাইকারীদের কবলে পড়া এনজিও কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হয়েছে। ক্ষুর মেরে রক্তাক্ত জখম করে এনজিও কর্মকর্তা স্বপন কুমার সরকারের মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার পর রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট-মাখালডাঙ্গা সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এনজিও কর্মকর্তা স্বপন কুমার সরকারকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৩টায় তার শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হয়েছে। অবস্থা আশংকাজনক বলে তার সহকর্মীরা জানান।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের থানা কাউন্সিলপাড়ার একটি ভাড়া বাড়িতে বিজ (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস) এনজিও’র শাখা অফিস। শাখা ব্যবস্থাপক স্বপন কুমার সরকার (৩৮) রোববার সন্ধ্যারাতে সদর উপজেলার দীননাথপুর গ্রামে রওনা দেন মোটরসাইকেল যোগে। গাইদঘাট-মাখালডাঙ্গা সড়কের শালমারী কালভার্টের কাছে পৌঁছালে রাত ৮টার দিকে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তাকে ব্যারিকেড দিয়ে থামায়। এরপর
এলোপাতাড়ি ও উপর্যুপরি ছুরি মেরে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আউলিয়ার রহমান জানান, ‘রোগীর অবস্থা আশংকাজনক। তার শ্বাসনালির বেশির ভাগ কেটে গেছে। এছাড়া তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষুরের পোঁচ লেগেছে। চুয়াডাঙ্গায় তার চিকিৎসা দেয়া সম্ভব নয়। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।’