৯ বাসকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছেন রুট কমপ্লিট না করে যাত্রী হয়রানি এবং রুট পরিবর্তন করে গাড়ি চালনার অভিযোগে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নগরীর অক্সিজেন মোড় ও বহদ্দারহাটে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
বিআরটিএ সুত্রে জানা গেছে, নগরীর ৩ নং রুট ও ১০ নং রুটের যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অক্সিজেন ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালায় বিআরটিএ। অভিযানে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হন, অসংখ্য বাস শেষ গন্তব্যস্থল পর্যন্ত যাচ্ছে না। ৩ নং রুটের অনেক বাস ফতেয়াবাদ না গিয়ে অক্সিজেন থেকে ঘুরিয়ে দিচ্ছে। ১নং ও ১০ নং রুটের অনেক বাস কালুরঘাট না গিয়ে বহদ্দারহাট থেকে ঘুরিয়ে দিচ্ছে। এতে এসব রুটের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। অক্সিজেন থেকে ফতেয়াবাদের যাত্রীরা এবং বহদ্দারহাট থেকে কালুরঘাট এর যাত্রীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না। আবার এক রুটের বাস দীর্ঘদিন ধরে অন্য রুটে চলাচল করছে। পরে দুই স্থানে ৯টি বাসকে মামলা দিয়ে ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |