র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু নুরুল কাদের প্রকাশ রানা ডাকাত (৩৪) নিহত হয়েছেন মহেশখালীর মাতারবাড়ীতে । গতকাল সোমবার ভোরে মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইল গ্রামের নুরুল হকের পুত্র। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি আগ্নেয়াস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, নিহত রানা তালিকাভুক্ত জলদস্যু।
র্যাব-৭ মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাশকুর রহমান জানান, সোমবার ভোরের দিকে মহেশখালী থানার মাতারবাড়ীর সাইরার ডেইল এলাকায় র্যাব-৭ এর টহল দলের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় দস্যুরা র্যাবের টহল দলের উপর গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা ব্যাপী চলা এই বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দস্যু নুরুল কাদের রানাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এসময় একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আহত রানাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। র্যাবের এএসপি মো. মাশকুর রহমান বলেন, নুরুল কাদের রানা বঙ্গোপসাগরের ‘কুখ্যাত’ জলদস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালীর হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা-বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |