মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়িতে । নিহতের নাম লিমন (২৫)। তার বাড়ি পলাশবাড়ির হরিনমারী গ্রামে। পুলিশ চালকসহ মাইক্রেবাস আটক করেছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে মাইক্রোবাসটি ঢাকা থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলো। পলাশবাড়ি শিল্পি হোটেলের কাছে রাস্তাপারের সময় লিমনকে (২৫) ধাক্কা দেয়। এতে লিমন গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই মোখলেছুর রহমান জানান, মাইক্রোবাসের চালক নজরুল ইসলাম (৩১) কে গ্রেপ্তার করা হয়েছে।