১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক দায়িত্ব থেকে রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিয়েছেন। এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে। রোহিঙ্গা কোনও রাজনৈতিক ইস্যু নয়। আশা করি ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারবো। গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৪ দল আয়োজিত অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণ ও শোকসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের উপদেষ্টা ছিলেন কমরেড মোজাফফর আহমদ। বঙ্গবন্ধুসহ মোজাফফর আহমদের মতো দূরদর্শী নেতারা ছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছিল।
তারা ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। মোজাফফর আহমদকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ১৪ দল আরও ঐক্যবদ্ধ হয়েছে। বাম দলগুলোকেও দেশের স্বার্থে এক হতে হবে। অনুষ্ঠানে জাসদ (একাংশ)
সভাপতি হাসানুল হক ইনু বলেন,ঐক্য না থাকলে কখনো টিকে থাকা বা কাজে সফলতা আসে না। ১৯৭১-এর ঐক্য স্বাধীনতা এনে দিয়েছে। ১৯৯০ সালের ঐক্য গণতন্ত্র এনে দিয়েছে। শেখ হাসিনার ডাকে আজকের মহা ঐক্য সোনার বাংলাদেশ উপহার দেবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের (আরেকাংশ) সভাপতি নূরুল আম্বিয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ,পঙ্কজ ভট্টাচার্য্য প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031