বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে আজ বিরোধী লেবার পার্টি ও নিজ দলের বিদ্রোহী এমপিদের শোডাউনের মুখোমুখি হচ্ছেন । তিনি যাতে চুক্তিবিহিন ব্রেক্সিট সম্পন্ন করতে না পারেন সে জন্য তারা একটি বিল উত্থাপনের পরিকল্পনা করেছেন। তবে এক্ষেত্রে তাদেরকে সতর্ক করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা বলেছেন, যদি ওই বিল পাস হয়, পরাজিত হন প্রধানমন্ত্রী, এমপিরা যদি হাউজ অব কমন্সের নিয়ন্ত্রণ নিয়ে নেন, তাহলে আগাম নির্বাচন ঘোষণা করতে পারেন বরিস জনসন। সেই নির্বাচন হবে ১৪ই অক্টোবর। এতে ভীত নন বিরোধী লেবার পার্টি। দলটির নেতা জেরেমি করবিন বলেছেন, তারা আগাম নির্বাচনের জন্য প্রস্তুত আছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বরিস জনসন বলেছেন, তিনি আগাম নির্বাচন চান না।

কিন্তু যদি আজ মঙ্গলবার এসব এমপির বিল পাস হয়, তারা বিজয়ী হন তাহলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার অগ্রগতি অসম্ভব হয়ে পড়বে। এমন অবস্থায় আগাম নির্বাচন দেয়া হতে পারে বলে বলা হচ্ছে। সেই নির্বাচনের জন্য বিরোধী লেবার পার্টি প্রস্তুত থাকার কথা বলা হলেও উত্তর আয়ারল্যান্ড বিষয়ক ছায়ামন্ত্রী টনি লয়েড পরে বলেছেন, ৩১ শে অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে বৃটেন। তার আগে আগাম কোনো নির্বাচন দেয়ার কোনো পরিকল্পনা যদি সরকার নেয় তাহলে তার বিরুদ্ধে ভোট দেবে লেবার পার্টি। তিনি বলেছেন, বরিস জনসন চুক্তিবিহিন ব্রেক্সিট করার চেষ্টা করছেন। নির্বাচনের মাধ্যমে তিনি সেই পথকেই বের করবেন। এ জন্য বরিস জনসনের পেতে দেয়া ফাঁদে পা রাখতে পারে না লেবার পার্টি।

ফিক্সড টার্মস পার্লামেন্ট অ্যাক্টের অধীনে এই শরতে যদি একটি নির্বাচন দিতে চান বরিস জনসন তাহলে তাকে বৃটিশ পার্লামেন্টের ৬৫০ জন এমপির দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে। এরই মধ্যে চুক্তিবিহিন ব্রেক্সিট থামানোর জন্য দলীয় নীতির বাইরে চলে এসেছেন ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের কিছু সদস্য। প্রধানমন্ত্রী ৩১ অক্টোবরের মধ্যে চুক্তির অধীনে অথবা চুক্তি ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রত্যয় ঘোষণা করার পর তারা এভাবে বেঁকে বসেছেন। বিশেষ করে পার্লামেন্ট ৫ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা দেয়ার পর থেকেই চুক্তিবিহিন ব্রেক্সিট নিয়ে শঙ্কা বাড়ছে। এই উত্তেজনার মধ্যে আজ মঙ্গলবার পার্লামেন্ট বসছে। এ সময়ে বেঁকে বসা এমপিরা স্ট্যান্ডিং অর্ডার ২৪-এর আওতায় প্রস্তাব বা বিল উত্থাপন করবেন বলে মনে করা হচ্ছে। এ নিয়ে জরুরি ভিত্তিতে বিতর্ক হবে।

এ বিলে বলা হয়েছে, ১৯ অক্টোবরের মধ্যে যদি একটি নতুন চুক্তির বিষয়ে এমপিদের কাছ থেকে প্রধানমন্ত্রী অনুমোদন নিতে না পারেন অথবা চুক্তিবিহিন ব্রেক্সিট সম্পাদনের পক্ষে ভোট না দেন তাহলে প্রধানমন্ত্রীকে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত ব্রেক্সিট বিলম্বিত করতে চাপ দেয়া হবে। এই বিলের একটি অংশে খুব বেশি মনোযোগ দেয়া হবে। সেখানে বলা হয়েছে, যদি ইউরোপিয়ান কাউন্সিল ব্রেক্সিট সম্পাদনের জন্য সময় বৃদ্ধি করে ভিন্ন একটি তারিখ নির্ধারণ করে, তখন প্রধানমন্ত্রী বরিস জনসনকে দুই দিনের মধ্যে তা গ্রহণ করতেই হবে। যদি তিনি তা না করেন, তাহলে সময় বৃদ্ধির বিষয়টি প্রত্যাখ্যান করবে হাউজ অব কমন্স। এর অর্থ হলো, এ অবস্থায় ক্ষমতা চলে যাবে পার্লামেন্ট সদস্যদের হাতে। তখন আর সরকারের হাতে ক্ষমতা থাকবে না।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031