কাশ্মীরের এক সাংবাদিককে জার্মানিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে ভারত ছাড়ার সময় দিল্লিতে আটক করা হয়েছে । তবে তাকে কী কারণে আটক করা হয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি।
আসামে নাগরিক তালিকা প্রকাশের পর অনেকটাই আড়ালে চলে গিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যু। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে কাশ্মীরী লোকদের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে ভারতীয় বাহিনী।
এমন অবস্থার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হতে জার্মানি যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটক করা হয় জম্মু ও কাশ্মীরের সাংবাদিক তথা মানবাধিকার আন্দোলনকারী গওহর গিলানিকে।
জার্মান সংবাদসংস্থা ডয়েশ ওয়েল আয়োজিত পূর্ব জার্মানির বন শহরের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় গিলানিকে।
গিলানি জানিয়েছেন, কাশ্মীরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তাকে দেশের বাইরে যেতে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে বলে তাকে জানান কর্মরত অভিবাসন কর্মকর্তারা। যদিও এই বিষয়ে কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি।
এর আগে জুলাইয়ে কাশ্মীরের রাজনীতিবীদ শাহ ফয়জলকেও বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছিল।