ভারত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে । মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে ধাক্কা খেয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এমন অবস্থার জন্য মোদি সরকারকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশে নেমে যাওয়ার পরে দেশ দীর্ঘ আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মনমোহন সিং। আর এই ‘মানব-নির্মিত’ সঙ্কটের জন্য মোদি সরকারকে দায়ী করেছেন তিনি।

দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন মনমোহন।  তিনি বলেন, ‘বৃদ্ধির হার ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দাঁড়িয়ে আছি। অথচ ভারতের আরও দ্রুত গতিতে উন্নতির সব ক্ষমতা আছে। কিন্তু মোদি সরকারের সব রকম অব্যবস্থাই আজ এই সঙ্কট ডেকে এনেছে। উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধি মাত্র ০.৬ শতাংশের। স্পষ্ট, নোটবন্দির ভুল সিদ্ধান্ত ও তাড়াহুড়োয় রূপায়ণ করা জিএসটির লোকসান থেকে অর্থনীতি বেরোতে পারেনি। যে মূল্যবৃদ্ধির হার কমা নিয়ে বড়াই করে মোদি সরকার, সেটি কৃষকের আয় কম করে হাসিল করা হয়েছে। গ্রাম সঙ্কটে, আয় কমছে, কৃষক ফসলের দাম পাচ্ছেন না। সরকারকে অনুরোধ, বদলার রাজনীতি ছেড়ে সুস্থ মস্তিষ্কের মানুষের পরামর্শ নেওয়া হোক। অর্থনীতিকে এই মানব-নির্মিত সঙ্কট থেকে বের করা হোক।’

মনমোহনের নিশানা যে সরাসরি মোদিকে, তা বুঝতে অসুবিধা হয়নি বিজেপির। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আজ ফের মন্দা নিয়ে প্রশ্ন করা হলে যথারীতি এর উত্তর এড়িয়ে তিনি বলেন, ‘আমি শিল্পমহলের সঙ্গে বৈঠক করছি। তারা কী চায়, সরকারের থেকে কী প্রত্যাশা— সে সব পরামর্শ নিচ্ছি। তাদের জবাবও দিচ্ছি।’ এর পরেই মনমোহনের মন্তব্য প্রসঙ্গে নির্মলার জবাব, ‘মনমোহন সিংহ কী বলেছেন, বদলার রাজনীতি ছেড়ে প্রকৃতিস্থ স্বরের পরামর্শ নিতে? ঠিক আছে, ধন্যবাদ। তার কথাও শুনব। এটাই আমার জবাব।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031