সিসিটিভির মাধ্যমে মন্ত্রণালয় থেকেই ভূমি অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে। দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে দেশে সব ভূমি অফিসগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে। আমি আশা করি, আগামী বছরের কোনো এক সময়ে সিসিটিভি স্থাপনের কাজ শেষ করা যাবে। গতকাল ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাঠ পর্যায়ে সহকারী কমিশনার (এসি ল্যান্ড)- দের ডাবল কেবিন পিকআপ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এসিল্যান্ডদের দেয়া কেবিন পিকআপ গাড়ি কারও বাপের বাড়ি, শ্বশুরবাড়ি বা তেল পোড়ানোর জন্য দেয়া হয়নি। গাড়ি মূলত অফিসের কাজের জন্য দেয়া হয়েছে। সুতরাং আমি আশা করব, এ কাজগুলো যাতে সুন্দরভাবে করা হয়। আপনাদের আরও বেশি কাজের প্রতি মনোযোগী হতে হবে এবং সাধারণ জ্ঞান দিয়ে কাজ করার চেষ্টা করবেন। সাইফুজ্জামান চৌধুরী বলেন, অনেক সময় দাড়ি, কমা ছোটখাট জিনিসগুলোর জন্যে দেখা যাচ্ছে লেফট- রাইট করা হচ্ছে। ওটা আমরা চাই না। আপনাদের কমনসেন্স সেখানে ব্যবহার করবেন। যদি কনফিউশন থাকে তাহলে আপনার সহকর্মী আছে, ইউএনও আছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন এবং বিষয়টি বোঝার চেষ্টা করবেন। এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের স্থায়ী পদে নিয়োগের বিষয়টি নিয়ে কাজ চলছে। এ ছাড়া জনস্বার্থে এসি ল্যান্ড ও কানুনগোর মাঝে কোনো পদ সৃষ্টি করা যায় কিনা-তাও যাচাই করা হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |