মোহাম্মদ টিটু রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি ।
টিটু রাজবাড়ীতে চাকুরি করেন। তিনি বিবাহিত। বাড়ি রাজবাড়ী সদরের অদুরে সুলতানপুরে। একই হাসপাতালে ছেলের সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি তার মা। মায়ের নাম মোমেনা বেগম। তিনি হাসপাতালে ভর্তি ৪ দিন ধরে। তার মাকে এখন পর্যন্ত রক্ত দিতে না হলেও প্লাটিলেট মাত্র ৪৫ হাজার। মা ও ভাইকে নিয়ে যুদ্ধে নেমেছেন মো. আনিস। আনিস শিক্ষার্থী, লেখা পড়া করেন রাজধানীতে। হাসপাতালে মা-ভাই। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তার চাচা ও চাচাতো বোন।
তার চাচার নাম ইউনুস শেখ। বয়স ৫৫। ২ ছেলে ও ১ মেয়ের জনক তিনি। ঈদের পরদিন ভর্তি হন ফরিদপুর সরকারি হাসপাতালে। ৫ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যৃ হয়। ঈদের আগেই মারা যান আনিসের আরেক চাচার মেয়ে। নাম তাহমিনা আক্তার। বয়স ২৮। ছোট দুটি শিশু সন্তান রেখে গেছেন তাহমিনা। তিনিও থাকতেন একই গ্রামে। বড় ছেলের বয়স ১১, নাম তামজিদ। আর ছোট মেয়ের বয়স মাত্র ৩। নাম জান্নাতি। মাকে হারিয়ে পাগলপ্রায় সন্তান দুটি। তাহমিনাও ভর্তি ছিলেন ফরিদপুর সরকারি হাসপাতালে। সমপ্রতি রাজবাড়ী জেলা সদরের সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের কয়েকটি পরিবারের ৩০ থেকে ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ফলে স্থানীয় মানুষদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আক্রান্তদের প্রায় সকলেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
আর এই প্রাণঘাতী রোগের প্রার্দুভাব বৃদ্ধির পর থেকে সচেতন হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয় চেয়ারম্যান মো. আ. রাজ্জাক মিয়া জানান, ঢাকায় কর্মরত স্থানীয় বাসিন্দা মো. শাহীনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা এলাকার জলাশয় ও ঝোপঝাড় পরিষ্কারকরণের উদ্যোগ নেন। এছাড়াও এলাকার বাড়ি বাড়ি টাকা তুলে মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়াও ওষুধ কিনে কৃষকদের কাছে থেকে স্প্রে মেশিন নিয়ে এলাকার বিভিন্ন স্থানে স্প্রে করা হচ্ছে।