দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে । এ ঘটনায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম ও একজন মন্ত্রীর নিরাপত্তা দলের অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন আহত হয়েছেন। শনিবার রাত ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এটি হাত বোমা নাকি অন্য কিছু এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে হাতবোমা বিস্ফোরণে তারা আহত হন। শাহাবুদ্দিন পায়ে হাঁটুর নিচে এবং আমিনুলের হাতে জখম হয়েছে।