রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য গেলেন। শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।
শাহজালাল বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপি, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হোসেন বরসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর আবদুল হামিদের দেশে ফিরবেন।