ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীরা আদেন পুনরুদ্ধারে সরকারি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে । সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী আদেন দখল করে নেয়ার পর বিদ্রোহীদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া আসলো। বৃহসপতিবার প্রকাশিত ওই বার্তায় সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণাও দেয়া হয়। এ খবর দিয়েছে রয়টার্স।
এদিকে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী ওই অঞ্চলের বিদ্রোহীদের সহায়তা দেয়ার জন্য আরব আমিরাতকে অভিযুক্ত করেছে। সেখানে সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালানো হয়, যাতে নিহত হয় কমপক্ষে ৩০ ইয়েমেনি সেনা। এর জন্য সৌদি জোটের অন্যতম সদস্য আরব আমিরাতকে দায়ী করে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এ দাবির পর এখনো কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাতের কোনো কর্মকর্তা। ইরানসমর্থিত হুতিদের বিরুদ্ধে যুদ্ধে এইসব বিদ্রোহী ও হাদি সরকারকে দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত।
কিন্তু সমপ্রতি মুসলিম ব্রাদারহুডপন্থি একটি দলের সঙ্গে জোট বাধায় হাদি সরকারের বিরুদ্ধেও ক্ষুব্ধ হয়ে উঠেছে আরব আমিরাত। উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে মুসলিম ব্রাদারহুডের আদর্শ মুছে ফেলতে লড়াই করছে। ফলে এমন একটি দলের সঙ্গে সন্ধি করায় হাদি সরকারের ওপর নাখোশ হয় আরব আমিরাত। এর আগে বুধবার হাদি সরকার জানায়, তারা দক্ষিণাঞ্চলীয় অ্যাডেন শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এর প্রতিক্রিয়ায় বিদ্রোহীরা জানিয়েছে, ইয়েমেনজুড়ে ছড়িয়ে থাকা তাদের সদস্যরা আদেনে ফিরে আসতে শুরু করেছে। এরপর তারা সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেবে। তাদের বাকি সদস্যরা এখন হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ প্রদেশে আছে বলেও জানায় বিদ্রোহীরা। উল্লেখ্য, ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির জনবহুল অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ আছে ইরানসমর্থিত হুতিদের কাছে। অপরদিকে দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণে ছিল ভিন্ন আরেকটি বিদ্রোহী গোষ্ঠী। এসব অঞ্চল পুনরুদ্ধারে যুদ্ধ করে যাচ্ছে ইয়েমেন।