আদালত ‘চাঁদাবাজি’র মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে স্থায়ী জামিন দিয়েছেন । আজ সকালে ঢাকা মহানগর যুগ্ম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন।
গত বছরের ৪ঠা সেপ্টেম্বর মিরপুর থানায় তার বিরুদ্ধে কথিত চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। মামলায় আসামি করা হয় মোজাম্মেলকে। পরে ওই মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
তার ওই মামলা নিয়ে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।