পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গজনভির সফল পরীক্ষা করেছে । বৃহস্পতিবার পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে এ কথা বলেছেন বলে খবর দিয়েছে অনলাইন জি নিউজ। তিনি টুইটারে বলেছেন, সফলতার সঙ্গে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গজনভির পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ২৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র বহুবিধ যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। এ কাজে জড়িত টিমকে অভিনন্দন জানানো হয়েছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী টিমের প্রশংসা জানিয়েছেন এবং জাতিকে অভিনন্দন জানিয়েছেন। করাচির কাছে সোনমিয়ানি থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে বলে বুধবার আগে থেকেই সতর্কতা দিয়েছিল পাকিস্তান কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছিল, সেখান থেকে সামরিক মহড়া চালানো হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |