একটি বাসায় ছুরিকাঘাতে তরিকুর রহমান (১০) নামের এক শিশু আহত হয়েছে রাজধানীর জুরাইনের । তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বেলা আড়াইটার দিকে শিশুটির খালা সাবিনা আক্তারের বাসায় এই ঘটনা ঘটে। পরে কয়েকজন মিলে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে।
খালা সাবিনা জানায়, তরিকুল জুরাইন বালুর মাঠ দারোগাবাড়ি এলাকায় পরিবারের সাথে থাকে এবং স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে।
সাবিনা আরও জানায়, জুরাইন রেলগেট মাজার গলি এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় থাকে। ১২টার দিকে তরিকুর তাদের বাসায় আসে। তাকে ঘরে রেখে গোসল করতে ঢুকে খালা। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখে রক্তাক্ত অবস্থায় বিছানায় পরে আছে তরিকুর। এ সময় তিনি এক যুবককে ঘর থেকে বের হতে দেখেন।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসি।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তরিকুর নামে একটি ছেলে ছুরিকাঘাতে আহত হয়েছে। এই ঘটনায় ইমরান হোসেন (২৪) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে দেখে নেশাগ্রস্থ মনে হয়েছে। ছুরি মারার কথা স্বীকার করেছে সে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী
ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানায়, শিশুটির দুই হাতে ও বুকের বামদিকে
ধারালো অস্ত্রের আঘাত আছে। শিশুটির অবস্থা গুরুতর।