র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়িতে । এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ভুজপুর থানার কোটাবাড়িয়া গ্রামের শিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। র্যাব-৭ এর সহকারি পরিচালক এএসপি মাশকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। নিহত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব কর্মকর্তারা ধারণা করছেন।
মাশকুর রহমান বলেন, ফটিকছড়ি উপজেলায় অস্ত্র বেচাকেনার খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেদিকে যাচ্ছিল।
এ সময় রাস্তার পাশ থেকে সন্ত্রাসীরা টহল দলের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় দু’পক্ষের গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের লাশ উদ্ধারের পাশাপাশি একটি একে-২২ রাইফেল এবং ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করেন র্যাব সদস্যরা।