ভাগনি মেহেজেবুন নেছা টুম্পা এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন । বুধবার বিকেলে জাপার বনানীর কার্যালয় থেকে মেহেজেবুনের পক্ষে ফরম সংগ্রহ করেন তাঁর বড় ভাই ও দলের সাংসদ আজিজুর রহমান।
মেহেজেবুন নেছা এরশাদের বোন মেরিনা রহমানের মেয়ে। মেরিনা গত সংসদে জাপার সাংসদ ছিলেন। মেহেজেবুনের পিতা আসাদুর রহমানও সাংসদ ছিলেন। মেহেজেবুন জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্ত্রী। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের পরিচালক।
গত রোববার থেকে জাপা মনোনয়ন ফরম বিক্রি করছে। এ পর্যন্ত তিনটি ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন ফরম নেওয়া অন্য দুজন হলেন, জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ফখর উজ জামান জাহাঙ্গীর ও এস এম ইয়াসির। গত মঙ্গলবার ইয়াসিরের পক্ষে ফরম কেনেন এরশাদের ছেলে এরিক এরশাদ। এই আসনে রওশন পুত্র সাদ এরশাদও প্রার্থী হতে চান বলে দলীয় সূত্রে জানা গেছে।