ফুটপাত তৈরি হয় পথচারির হাঁটার সুবিধার্থে । অথচ এই ফুটপাত এখন নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে । শহরে বিদ্যমান ফুটপাতের বেশিরভাগ অংশ দখলে আছে হকারদের। অবশিষ্ট অংশের অধিকাংশও ভেঙ্গে গিয়ে এখন হাঁটার অনুপোযোগী হয়ে আছে। এতে ভাঙা ফুটপাতকে ঘিরে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মুরাদপুর-হাটহাজারী সড়কের দুইপাশের ফুটপাতের বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। বিশেষ করে সড়কটির অক্সিজেন থেকে মুরাদপুর পর্যন্ত অংশের অবস্থা বেহাল। এখানে কিছু জায়গায় ফুটপাতগুলো নির্মাণ করা হয়েছে নালার উপর স্ল্যাব দিয়ে। এই অংশে স্ল্যাবগুলো ভেঙ্গে গর্তের রুপ নিয়েছে। সেখানে প্রতিনিয়ত পথচারিরা পড়ে গিয়ে আহত হচ্ছেন।
সর্বশেষ অক্সিজেন এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে এক ট্রাক চালক পড়ে গিয়ে আহত হয়েছেন। তার নাম শাহীন। এসময় অন্য পথচারিরা এসে তাকে উদ্ধার করেন। আহত শাহীন দৈনিক আজাদীকে বলেন, বিভিন্ন সময় ভাঙা ফুটপাতে পড়ে গিয়ে পথচারিরা আহত হচ্ছেন। ভাঙা ফুটপাত প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘অক্সিজেন থেকে মুরাদপুর পর্যন্ত সড়ক সংস্কারে দরপত্র আহবান করা হয়েছে। কয়েকদিনের মধ্যে ঠিকাদার নিয়োগ করা হবে। এখানে সড়কের পাশাপশি ফুটপাতও সংস্কার করা হবে।’
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |