কর্ণফুলী নদীর তলদেশের পলিথিন সরাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে । বিশাল এ পলিথিন স্তর নদীর নাব্যতাসহ পরিবেশের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে উঠেছে। গতকাল সংসদ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্ণফুলী নদীর (চ্যানেলের গুপ্তা বাঁকসহ) নাব্যতা সচল রাখার লক্ষ্যে এ পরামর্শ দেওয়া হয়।
কমিটির সদস্য শাজাহান খান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা করা হয় পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এবং বে টার্মিনাল প্রকল্প নিয়েও। বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম ও মোংলা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031