মালবাহী ট্রাকের সঙ্গে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে । নিহত ৪ জনই মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার রাত ১০টায় পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার বাজিতপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর আমবাড়ী বিশেষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এশরাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের আবেদুল শাহের ছেলে ফরহাদ হোসেন (৩৫), একই উপজেলার আমবাড়ী গ্রামের মো. রুকোনুজ্জামান রুকুর ছেলে অন্তর (৩২), দৌলতপুর ইউনিয়নের নুরুল শাহ্ ছেলে রাজু (২৫) এবং সদর পশ্চিম রামনগর জামায়পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে আশিক (২৮)।
ফাঁড়ি ইনচার্জ এশরাকুল ইসলাম জানান, ৬ জন আরোহী দু’টি মোটরসাইকেল যোগে ফুলবাড়ী থেকে দিনাজপুর সদরের দিকে যাচ্ছিলেন। রাত ১০ তারা বাজিতপুর মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আহত দু’জন দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।