র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন । গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত কিশোর গ্যাংয়ের সদস্যদের দণ্ড দেন।
র্যাব জানিয়েছে, শনিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কিশোরেরা মাদক বিক্রি ও ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের কাছে। ফলে কিশোরদের দোষী সাব্যস্ত করে দণ্ড প্রদান করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আদালত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |