প্রতিদিন এই ঘাটে ভেড়ে বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে আসা জেলেদের নৌকাগুলো। উপজেলা মৎস্য দপ্তরের ধারণা অনুযায়ী চলতি আগস্ট মাসে প্রায় ৯০ মেট্রিক টন ইলিশ বাঁশখালীর জেলেদের জালে ধরা পড়বে। চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকার পর এক মাস ধরে মাছ ধরা চলছে।
ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ বাঁশখালীতে জেলেদের জালে ধরা পড়ছে । গত শুক্রবার সন্ধ্যায় শেখেরখীল ফাঁড়ির মুখ ঘাটে। প্রথম আলোতখন বিকেল। ঘাটে এসে থামছে একের পর এক ইঞ্জিনচালিত নৌকা। প্রতিটি নৌকাই রুপালি ইলিশে ভর্তি। নৌকা থেকে ইলিশ নামানোর পরই খাঁচা ভর্তি করে তোলা হচ্ছে ট্রাক-পিকআপে। এরপর চলে যাচ্ছে বিভিন্ন স্থানে। গত শুক্রবার বিকেলের এ চিত্র চট্টগ্রামের বাঁশখালীর বড় মাছের ঘাট শেখেরখীল ফাঁড়িরমুখ এলাকার।